ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে: ইমার্জিং টিমস এশিয়া কাপের বি-গ্রুপ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও পাকিস্তান। তাই দুই দলের গ্রুপ পর্বের ম্যাচটা হতে পারতো ‘গুরুত্বহীন’। কিন্তু এই ম্যাচের উপর যে নির্ভর করছে সেমিফাইনালের প্রতিপক্ষ কে হবে তা। সেই ম্যাচেও যথারীতি টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ দল একটি পরিবর্তন এনেছে একাদশে।

প্রথম দুই ম্যাচের একাদশে থাকা রাহাতুল ফেরদৌস জাভেদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নাইম হাসান।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২ তে দিনের অপর ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে হংকং। ইতিমধ্যে দুই দলই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ম্যাচটা হয়ে পড়ল নিয়ম রক্ষার ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।