খেলবেনই বা কি করে? বয়সই বা কত? মাত্রইতো অনূর্ধ্ব-১৯ শেষ করে জাতীয় দলে এলেন। ঢাকা প্রিমিয়ার লিগের মাত্র ২টি মৌসুম তিনি খেলেছেন।
লিগের বিগত দুটি মৌসুম তার কেটেছে কলাবাগান ক্রিকেটে একাডেমিতে। তৃতীয় মৌসুমেই নাম লেখালেন দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে। ছোট বেলার স্বপ্নের ক্লাবে নাম লিখিয়ে গর্বিত দেশের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত এই ক্রিকেটার।
সোমবার (১০ এপ্রিল) মিরপুর সিসিডিএম কার্যালয়ে দলবদল করতে এসে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলা থেকেই দেশের বড় দুই দল আবাহনী-মোহামেডানের নাম শুনে আসছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ দলে খেলি তখন মিরপুর মাঠে প্রথম গাজী ট্যাংকের সাথে মোহামেডানের খেলা দেখি। তখন থেকেই আমার মোহামেডানে খেলার ইচ্ছা ছিল। আজ আমি মোহামেডানে যোগ দিয়েছি। তাই অনেক গর্বিত। ’
লিগের এবারের মৌসুমে মোহামেডানকে শিরোপার স্বাদ পাইয়ে দিয়ে দলটির দীর্ঘদিনে শিরোপা শূন্যতা কাটিয়ে উঠতে তার চেষ্টা থাকবে বলেও তিনি জানান।
মিরাজ যোগ করেন, ‘লক্ষ্য থাকবে পারফর্ম করা ও দলকে অনেক উপরে নিয়ে যাওয়া। দুই বছর খেলছি কিন্তু চ্যাম্পিয়নের স্বাদ পাইনি। চেষ্টা করবো মোহামেডানকে শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়ে রাখতে। ’
আবাহনী ও খেলাঘর সমাজ কল্যান সমিতিরি মধ্য দিয়ে ১২ এপ্রিল ফতুল্লায় গড়াবে ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। একই দিন বিকেএসপির তিন ও চার নাম্বার মাঠে গড়াবে লিগের আরও দুটি ম্যাচ।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি