ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু

রাজশাহী: রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ২য় আসরের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার মাঠে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

শনিবার (১৫ এপ্রিল) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. লিয়াকত আলী। উপস্থিত ছিলেন- মাস্টার্স ক্রিকেট কার্নিভালের আহ্বায়ক হাসিনুল ইসলাম চুন্নু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শেখ মামুন ডলার ও যুগ্ম-আহবায়ক রনক হাসান।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় নর্দান টাইটানস বনাম রাজশাহী চ্যালেঞ্জার্স মুখোমুখি হয়েছে। টসে জিতে রাজশাহী চ্যালেঞ্জার্স এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্য ১২ ওভারে দুই উইকেট হারিয়ে তারা ৯০ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

এদিকে, মাস্টার্স ক্রিকেট প্লেয়ারদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে এবং শিশু-কিশোরদের ক্রিকেট খেলায় আগ্রহী করতে দ্বিতীয় বারের মতো এ কার্নিভালের আয়োজন করেছে রাজশাহী মাস্টার্স ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন।
রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরুপ্রথম মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ১শ’ ৩৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। কিন্তু এবার ২শ’১৪ জন মাস্টার্স ক্রিকেট প্লেয়ার ২য় মাস্টার্স ক্রিকেট কার্নিভালে অংশ নিচ্ছেন। প্রথম মাস্টার্স লিগে ৪টি দল অংশগ্রহণ করেছিল সেখানে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে ৮টি দল। নতুন চারটি দল হলো- নর্দান টাইটান্স, বরেন্দ্র হিরোজ, রাজশাহী চ্যালেঞ্জার ও রাজশাহী বুলস। এবারের টাইটেল স্পন্সর হয়েছে রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ।

এছাড়া মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ২য় আসরে অংশগ্রহকারী দলগুলো হলো, রাজশাহী বুলস, ব্লেজিং বরেন্দ্র, কিংস ইলেভেন সিল্কসিটি, বরেন্দ্র হিরোজ, নর্দান টাইটানস, ফাইটার রাজশাহী, পদ্মা ওয়ারিয়র্স এবং রাজশাহী চ্যালেঞ্জার। কার্নিভালের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে রাজশাহীর স্থানীয় পত্রিকা দৈনিক সানশাইন।

২য় মাস্টার্স ক্রিকেট কার্নিভালের এবারের আসরে আটটি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন  ও রানার আপ দল পরস্পরভাবে সেমি-ফাইনাল খেলবে।

এবার চারটি লেভেলে খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। লেভেল-এ এর বয়স সীমা হচ্ছে ৫০-৫৫ বছর, লেভেল-বি এর ৪৫-৫০ বছর, লেভেল-সি ৪০-৪৫ বছর, এবং লেভেল-ডি ৩০-৩৫ বছর।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।