সোমবার (১৭ এপ্রিল) হায়দ্রাবাদের ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হয় কিংস ইলিভেন পাঞ্জাব। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের দলপতি গ্লেন ম্যাক্সওয়েল।
সানরাইজার্স ও পাঞ্জাব দু’দলই নিজেদের সবশেষ দুই ম্যাচেই হারের হতাশায় ডোবে। কলকাতা ম্যাচে বাদ পড়া মোস্তাফিজের ফেরার সম্ভাবনা জোরালোই ছিল। কারণ, হায়দ্রাবাদের উইকেটে তার সাফল্য চোখে পড়ার মতো। তবে, টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েন আশিষ নেহারা আর বিপুল শর্মা।
এই ভেন্যুতে গত আসরে ২৫.৮৫ গড়ে সাতটি উইকেট নেন বাংলাদেশের বোলিং বিস্ময় মোস্তাফিজ। ইকোনোমি রেট ৬.৯৬। তার মধ্যে ছিল পাঞ্জাবের বিপক্ষে চার ওভারে ৯ রানের বিনিময়ে ২ উইকেটের দুর্দান্ত বোলিং ফিগার।
হায়দ্রাবাদের সামনে পাঞ্জাবের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে জয়ের হাতছানি! গতবার হোম ও অ্যাওয়ে দু’টিতেই জয় পায় ডেভিড ওয়ার্নারের দল। হোম ম্যাচে ব্যবধান ৩-১। সব মিলিয়ে আটবারের দেখায় ৬টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদ একাদশ: শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মইসিস হেনরিকস, যুবরাজ সিং, দিপক হুদা, নামান ওঝা (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বারিন্দ্রার স্রান এবং সিদ্ধার্ত কাউল।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এমআরপি