ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ড ও ওয়েলসে ১ জুন থেকে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আগেই এই টুর্নামেন্টের সূচি দেওয়া হয়েছিল। এবার আসরটি শুরুর আগে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।

লন্ডনের ওভালে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দিন (২৭ মে) বার্মিংহামের এজবাস্টনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

আর টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে (৩০ মে) ভারতের বিপক্ষে ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মাশরাফিরা।

মূল টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’তে। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথম দিনই (১ জুন) ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয় ২০০৬ সালে। প্রায় দশ বছর পর আবারও এ টুর্নামেন্টে অংশ নেবে তারা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ খেলবে ওভালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ জুন। ৯ জুন কার্ডিফে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচে অংশ নেবে না। কারণ এ সময় দু’দল তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে।

প্রস্তুতি ম্যাচের সূচি:

২৬ মে:  অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ওভাল, লন্ডন।
২৭ মে: বাংলাদেশ বনাম পাকিস্তান এজবাস্টন, বার্মিংহাম।
২৮ মে: ভারত বনাম নিউজিল্যান্ড ওভাল, লন্ডন।
২৯ মে: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, এজবাস্টন, বার্মিংহাম।
৩০ মে: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা এজবাস্টন, বার্মিংহাম।
৩০ মে: ভারত বনাম বাংলাদেশ ওভাল, লন্ডন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।