সেই হামলায় শহীদ ২৫ জন জওয়ানের সন্তানদের পড়াশোনার খরচের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন গম্ভীর।
কলকাতার দলপতির গড়ে তোলা ‘গম্ভীর ফাউন্ডেশন’ এর মাধ্যমে সব খরচ বহন করা হবে।
সুকমার মর্মান্তিক ঘটনায় কথা উল্লেখ করে গম্ভীর হিন্দুস্থান টাইমসের এক কলামে লিখেছেন, ‘বুধবার সকালে আমি সংবাদপত্র হাতে নিয়ে মর্মান্তিক ছবি দেখতে পাই। যেখানে একজন নিজের শহীদ বাবাকে স্যালুট করছিল, অন্য ছবিতে আত্মীয়রা নিহত জওয়ানের তরুণী মেয়েকে সান্তনা দিচ্ছিল। শহীদ পরিবারের এই সন্তানদের লেখা-পড়ার খরচ বহন করবে গৌতম গম্ভীর ফাউন্ডেশন। ’
শহীদ সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে গত বুধবার রাতে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ম্যাচে গম্ভীরের দল কলকাতার ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড লাগিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৭
এমআরপি