ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে টাইগাররা ছবি: সংগৃহীত

আগামী ১২-২৪ মে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ ও ১-১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে গত বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। পুরোদমে সেখানে অনুশীলন চালিয়ে যাচ্ছে টাইগাররা।

আগামী ১ মে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে সফরকারীরা। এর আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিতে মনোযোগী মাশরাফি বাহিনী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরবরাহকৃত ছবিতে দেখা যায়, হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডের ইনডোরে ওয়ার্ম আপ করছেন ক্রিকেটাররা। সাসেক্সের সেন্ট্রাল উইকেটেও ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে টাইগার ব্যাটসম্যানদের। বাড়তি হিসেবে নেটেও সময় কাটিয়েছেন অন্যান্যরা।

আগেই টাইগারদের ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে এখন সদস্য সংখ্যা ১৬। আইপিএল খেলতে ভারতে অবস্থান করায় দলের সাথে যেতে পারেননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ ও সাকিবের ৪ মে ইংল্যান্ডের বিমান ধরার কথা।

ছবি: সংগৃহীত৫ মে দ্বিতীয় প্রীতি ম্যাচে সাসেক্স একাদশের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ব্রাইটনে ১১ দিনের ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডের উদ্দেশে ইংল্যান্ড ছাড়বে হাথুরুসিংহের শিষ্যরা। আয়ারল্যান্ড পৌঁছে ১০ মে বেলফাস্টে একমাত্র প্রস্তুতি ম্যাচের পর ১২ মে ডাবলিনে চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে মোকাবেলা করব সফরকারী বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের সমাপ্তি টানবে টিম বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ শেষে ডাবলিন থেকে ২৫ মে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আবার ইংল্যান্ডে ফিরে যাবে মাশরাফি ও তার দল। ইংল্যান্ডে ফিরে ২৭ মে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ও ৩০ মে ওভালে ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

এই ভেন্যুতেই ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বেজে উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দামামা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।