বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার (২৯ এপ্রিল) আগে ব্যাট করে গাজী ৯ উইকেট হারিয়ে তোলে ২৮২ রান। ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে আবাহনীর ইনিংস থামে ২৫৭ রানের মাথায়।
গাজীর ওপেনার বিজয় ১০৯ বলে ৭টি চার, ৩টি ছক্কায় করেন ৯৭ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় অলরাউন্ডার পারভেজ রাসুল করেন ৯১ রান। তার ৮৭ বলে সাজানো ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারি। এছাড়া, দলপতি নাদিফ চৌধুরি ৩৪ বলে ৪১, মুমিনুল হক ২৩ রান করেন।
আবাহনীর পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৩টি, অনিক খান ৩টি, মানান শর্মা দুটি আর আফিফ হোসেন একটি উইকেট দখল করেন।
২৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবাহনীর ওপেনার লিটন দাস ৪২, সাইফ হাসান ১৬ রানে বিদায় নেন। নাজমুল হোসেন শান্ত করেন ১৭ রান। দলপতি মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ২১ রান। শুভাগত হোম ১৮ রানে সাজঘরে ফেরেন। ৮০ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৭৬ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। শেষ দিকে হিট আউট হয়ে ফেরেন ২৬ রান করা অলরাউন্ডার সাইফুদ্দিন।
গাজীর বোলার আলাউদ্দিন বাবু তিনটি উইকেট দখল করেন। দুটি করে উইকেট নেন আবু হায়দার, হোসাইন আলি। একটি করে উইকেট দখল করেন মেহেদি হাসান, নাঈম ইসলাম জুনিয়র এবং পারভেজ রাসুল। ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হন পারভেজ রাসুল।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৭
এমআরপি