পুনের মাঠে আগে ব্যাট করা স্বাগতিকরা ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে, বেঙ্গালুরুর বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তুলতে সক্ষম হয়।
পুনের হয়ে আজিঙ্কা রাহানে ৬ রান করেন। বাকি সব ব্যাটসম্যানই রানের দেখা পান। ত্রিপাথি ২৮ বলে ৩৭, দলপতি স্টিভেন স্মিথ ৩২ বলে ৪৫ রান করে বিদায় নেন। ৩৫ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি। আর ১৭ বলে ২১ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।
বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট পান স্যামুয়েল বদ্রি, পবন নেগি আর স্টুয়ার্ট বিন্নি।
১৫৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবারো ব্যাটিং ধ্বস নামে বেঙ্গালুরুর। ক’দিন আগে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়া বেঙ্গালুর এই ম্যাচে তুলেছে মাত্র ৯৬ রান। ওপেনার ট্রেভিস হেড ২ রানে বিদায় নেন। আরেক ওপেনার বিরাট কোহলি ৪৮ বলে করেন ৫৫ রান।
ক্রিস গেইলকে ছাড়া একাদশ সাজিয়েছিল বেঙ্গালুরু। এই ম্যাচে বেঙ্গালুরুর ইনিংসে শুধুমাত্র কোহলিই দুই অঙ্কের রানের দেখা পান। ভিলিয়ার্স, কেদার যাদব, শচীন বেবি, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অ্যাডাম মিলনে, স্যামুয়েল বদ্রি কেউই ডাবল ফিগারে যেতে পারেননি।
পুনের হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন ইমরান তাহির। দুটি উইকেট পান লুকি ফার্গুসন। একটি করে উইকেট জয়দেব, ক্রিস্টিয়ান আর ওয়াসিংটন সুন্দর।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ৪ ওভারে এক মেডেন সহ মাত্র ৭ রান খরচ করা লুকি ফার্গুসন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৭
এমআরপি