ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় রাজ্জাকের ঘূর্ণিজাদু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ফতুল্লায় রাজ্জাকের ঘূর্ণিজাদু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে দুর্দান্ত বল করেছেন এক সময়ের জাতীয় দলের তারকা স্পিনার আবদুর রাজ্জাক। শেখ জামাল ধানমন্ডির এই দলপতির স্পিন ঘূর্ণিতে নাকাল হতে হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে রোববার (৩০ এপ্রিল) মুখোমুখি হয় শেখ জামাল ও পারটেক্স। রাজ্জাকের স্পিন জাদুতে ৪৬.৩ ওভারেই গুটিয়ে যায় পারটেক্স।

রাজ্জাক একাই তুলে নেন ৫টি উইকেট। পারটেক্স সংগ্রহ করে ২০১ রান।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটা রাজ্জাকের অষ্টমবারের মতো ৫ উইকেট শিকার। চারটি করে উইকেট নিয়েছেন আরও দশবার। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৮ ম্যাচে ৩৭০টি।

পারটেক্সের বিপক্ষে ৮.৩ ওভার বল করে দুই মেডেন সহ মাত্র ২২ রান খরচায় রাজ্জাক তুলে নেন ৫টি উইকেট। এদিন তারবীর হায়দার দুটি উইকেট দখল করেন। এছাড়া, একটি করে উইকেট পান শাহাদত হোসেন এবং সোহাগ গাজী।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।