ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৬৭ রানে দিল্লিকে গুটিয়ে পাঞ্জাবের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
৬৭ রানে দিল্লিকে গুটিয়ে পাঞ্জাবের বড় জয় ছবি: সংগৃহীত

আইপিএলের ৩৬তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৬৭ রানেই গুটিয়ে যায় নিয়মিত অধিনায়ক জহির খানের অনুপস্থিতিতে থাকা দিল্লি ডেয়ারডেভিলস। সন্দীপ শর্মার দুর্দান্ত বোলিংয়ে দিল্লির ব্যাটিংয়ে এমন ধ্বস নামে। পরে, ১০ উইকেটের বড় জয় তুলে নেয় প্রীতি জিনতা-গ্লেন ম্যাক্সওয়েলের পাঞ্জাব।

রোববার (৩০ এপ্রিল) মোহলিতে করুন নায়ারের নেতৃত্বে ব্যাটিংয়ে নামে দিল্লি। ১৭.১ ওভার পর্যন্ত টিকে থাকতে পেরেছিল দিল্লির ব্যাটসম্যানরা।

জবাবে, ৭.৫ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে পাঞ্জাব।

দিল্লির ওপেনার সঞ্জু স্যামসন ৫ ও আরেক ওপেনার স্যাম বিলিংস ০ রানে বিদায় নেন। ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন কোরি অ্যান্ডারসন। ১১ রান আসে দলপতি করুন নায়ারের ব্যাট থেকে। আরও ১১ রান করেন কেগিসো রাবাদা। শ্রেয়ার্স ইয়ার, রিশব পান্থ, ক্রিস মরিস, অমিত মিশ্র, মোহাম্মদ সামি আর নাদিম দুই অঙ্কের দেখা পাননি।

দিল্লির বোলার সন্দীপ শর্মা ৪ ওভারে ২০ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে দুটি উইকেট নেন আকসার প্যাটেল। ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে আরও দুটি উইকেট তুলে নেন বরুন অ্যারন। একটি উইকেট নেন ১.১ ওভার বল করে ৩ রান দেওয়া মোহিত শর্মা।

৬৮ রানের ছোটো টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ওপেনার মার্টিন গাপটিল ২৭ বলে ৬টি চার আর তিনটি ছক্কায় করেন অপরাজিত ৫০ রান। আরেক ওপেনার হাশিম আমলা ২০ বলে ১৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

৮ ম্যাচ খেলা দিল্লি পয়েন্ট টেবিলের তলানীতে থেকে ৬টি ম্যাচেই হেরেছে। দুটিতে জয় পাওয়ায় তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অপরদিকে, ৯ মাচের চারটিতে জয় তুলে নেওয়া পাঞ্জাবের সংগ্রহ ৮ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।