অধিনায়ক ওয়ার্নার একাই খেলেছেন ৫৯ বলে ১২৬ রানের বিস্ফোরক এক ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ৪০ রান করেছেন কিউই টপ অর্ডার কেন উইলিয়ামসন।
এরআগে রোববার (৩০ এপ্রিল) রাজিব গান্ধী স্টেডিয়ামে কলকাতার কাছে টস হেরে ব্যাটিংয়ে নামলেও স্বাগতিক হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের ব্যাটিং ধার ছিলো দেখার মতো। এক ডেভিড ওয়ার্নারের সামনেই দাঁড়াতে পারেননি কোনো কলকাতা বোলার।
উমেশ যাদব, ক্রিস ওকস, ইরফান পাঠান, সুনিল নারাইন ও কুলদিপ যাদব, সবাই তার ক্ষুরধার ব্যাটিংয়ে কচুকাটা হয়েছেন। আর এমন দাপুটে ব্যাটিং তান্ডব চালিয়ে ১১তম ওভারের শেষ বলে তুলে নেন নিজের এবারের প্রথম আইপিএল শতক। এ শতকটি তুলতে ওয়ার্নার বল খেলেছেন ৪৩টি। যেখানে চারের মার ছিলো ৭টি আর ছয় এর মার ছিলো ৮টি।
তবে, শেষ পর্যন্ত এ তান্ডব চালিয়ে যেতে পারেননি ওয়ার্নার। ১৭তম ওভারে ক্রিস ওকসের স্লোয়ারে পরাস্ত হয়ে গৌতম গাম্ভিরের হাতে ক্যাচ দিয়ে ১২৬ রানে ইনিংসের সমাপ্তি টানেন তিনি। আর এই রান তুলতে ওয়ার্নার চার মেরেছেন ১০টি আর ছ’য় হাকিয়েছেন ৮টি।
কলকাতার হয়ে বল হাতে একমাত্র উইকেটটি পেয়েছেন ক্রিস ওকস। বাকি দু’টিই রান আউট হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এইচএল/ওএইচ/