ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নারের ব্যাটে হায়দ্রাবাদের মধুর প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ওয়ার্নারের ব্যাটে হায়দ্রাবাদের মধুর প্রতিশোধ ওয়ার্নারের ব্যাটে হায়দ্রাবাদের মধুর প্রতিশোধ

ঢাকা: গত ১৫ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের এবারের আসরে দুই দলের প্রথম মোকাবেলায় সফরকারী হায়দ্রাবাদকে ১৭ রানে হারিয়েছিলো স্বাগতিক কলকাতা নাইটরাইডার্স। হারের সেই প্রতিশোধটা অবশ্য কড়ায় গন্ডায়ই তুলে নিলো স্বাগতিক হায়দ্রাবাদ।

কেননা নিজেদের মাঠে দ্বিতীয়বারের মোকাবেলায় নাইটরাইডার্সকে ৪৮ রানে হারালো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ওয়ার্নারদের দেওয়া ২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয় গৌতম গাম্ভিরের দল।

কলকাতার হয়ে ব্যাট হাতে একমাত্র উজ্জ্বল ছিলেন রবিন উথাপ্পা। ২৮ বলে, ৪ ছয় ও ৪টি চারের মারে খেলেছেন ৫৩ রানের এক ঝড়ো ইনিংস।

দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিলো মনিষ পান্ডের। ২৯ বলে, পান্ডে করেছেন ৩৯ রান।

হায়দ্রাবাদের হয়ে বল হাতে ভুবেনেশ্বর কুমার, মো. সিরাজ ও সিদ্ধার্থ কউল ২টি করে উইকেট নেন। রশিদ খান নিয়েছেন ১টি উইকেট।

এরআগে রোববার (৩০ এপ্রিল) হায়দ্রাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক ব্যাটিংয়ে আইপিএলে নিজেদের ১০ম ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে ৩ উইকেটে ২০৯ রানের সংগ্রহ প‍ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ।

৫৯ বলে ১২৬ রানের টর্নোডো এক ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। এ রান তুলতে ওয়ার্নার চার মেরেছেন ১০টি আর ছয় ৮টি।   আর কলকাতার বিপক্ষে এমন ব্যাটিং তান্ডব চালিয়ে তুলে নিয়েছেন নিজের এবারের প্রথম আইপিএলের শতক।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ৪০ রান করেন কিউই টপ অর্ডার কেন উইলিয়ামসন।

কলকাতার হয়ে বল হাতে একমাত্র উইকেট পেয়েছেন ক্রিস ওকস। বাকি দু’টিই ছিলো রান আউট।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, মে ০১, ২০১৭
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।