ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান দলে কিংবদন্তি ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, মে ১, ২০১৭
লঙ্কান দলে কিংবদন্তি ডোনাল্ড ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার অ্যালান ডোনাল্ডকে এবার দেখা যাবে বোলিং পরামর্শকের ভূমিকায়। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ডোনাল্ডকে পেস বোলারদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডোনাল্ডের কথা নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্টের সহকারী কোচ হিসেবে বর্তমানে কাজ করছেন ডোনাল্ড।

ইংলিশ কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কেন্টেই ক্যাম্প করবে শ্রীলঙ্কা। লঙ্কান পেসারদের জন্য তাদের বোর্ড ডোনাল্ডকে দুই মাসের জন্য নিয়োগ দিয়েছে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই পেসার আগামী ৯ থেকে ১৬ মে পর্যন্ত পাল্লেকেল্লে স্টেডিয়ামে লঙ্কান দলের সঙ্গে ক্যাম্প করবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে লঙ্কানরা। ‘বি’ গ্রুপে থাকা শ্রীলঙ্কার প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ওভালে ০৩ জুন প্রথম ম্যাচে মাঠে নামবে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ০১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।