ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের হুমকি টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মে ১, ২০১৭
লঙ্কানদের হুমকি টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে লাল-সবুজের বাংলাদেশ আরও কাছে চলে গিয়েছে এশিয়ার আরেক পরাশক্তি শ্রীলঙ্কার। দুই দেশের মাঝে সামান্য পয়েন্টের ব্যবধান।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ করেছে। ২০১৪ সালের পর থেকে দলগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাজানো এই র‌্যাংকিংয়ে বাংলাদেশ নিজেদের অবস্থান ধরে রেখেছে।

তাতে সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ৭ নম্বরে। শ্রীলঙ্কার অবস্থান ৬ নম্বরে। টাইগারদের অর্জিত পয়েন্ট ৯১ আর লঙ্কানদের ৯৩।  গত সপ্তাহেও বাংলাদেশের রেটিং ছিল ৯২ পয়েন্ট।

এদিকে, রেটিং পয়েন্ট কমে গেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। ২ রেটিং পয়েন্ট কমে পাকিস্তানের ৮৮, ৪ রেটিং পয়েন্ট কমে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান পয়েন্ট ৭৯। আর ২ রেটিং পয়েন্ট কমে জিম্বাবুয়ের পয়েন্ট ৪৬।

ওয়ানডেতে শীর্ষে আছে ১২৩ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকা। ১১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। আর চার থেকে তিনে চলে এসেছে ভারত। ১১৭ পয়েন্ট অর্জন করেছে টিম ইন্ডিয়া। তিন থেকে ভারতকে জায়গা ছেড়ে দিয়ে চার নম্বরে ১১৫ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড।

৫ নম্বরে আছে ১০৯ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড, আর ছয়ে ৯৩ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা। বাংলাদেশ সাত নম্বরে (৯১)। আটে রয়েছে পাকিস্তান (৮৮) আর নয় নম্বরে ৭৯ পয়েন্ট নিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দশ নম্বরে ৫২ পয়েন্ট নিয়ে আছে আফগানিস্তান। ১১তম অবস্থানে জিম্বাবুয়ে।

আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়নস ট্রফিতে খুব বাজেভাবে পারফর্ম না করলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ প্রায় নিশ্চিত বাংলাদেশের। কারণ, ৩০ সেপ্টেম্বরের কাট অফ সময়ের আগে প্রথম আট দলই সেই সুযোগটা পাবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ০১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।