পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এমনটাই আভাস দিয়ে রেখেছেন।
পাকিস্তানের প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইউনিস।
পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ‘পাকিস্তানের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে আমাদের বোর্ডে বিচক্ষণ আর অভিজ্ঞ লোকের দরকার। আমার মনে হয় মিসবাহ-ইউনিস দু’জনই আমাদের তরুণ ক্রিকেটারদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে। চলতি সিরিজ শেষেই আমরা তাদের নিয়ে বসবো। তাদের সুযোগ দিতে চাই। ক্রিকেটার যাচাই-বাছাইয়ের কাজটি তারাই ভালো করতে পারবে। কারণ পাকিস্তানের তরুণ ক্রিকেটাররাই এদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। ’
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর মিসবাহ ও ইউনিসকে বোর্ড থেকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর বোর্ডের পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হবে। বোর্ড চেয়ারম্যানের বিশ্বাস দুই তারকাই পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিতে রাজী হবেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০১ মে ২০১৭
এমআরপি