বার্বাডোসের কিংসটন ওভালে ম্যাচের দ্বিতীয় দিন শেষে পাকিস্তান পিছিয়ে ১৪০ রান। হাতে আছে আরও ৭টি উইকেট।
আগে ব্যাট করা ক্যারিবীয়ানদের সর্বোচ্চ স্কোরার রোসটন চেজ। ২১০ বলে ১৭টি বাউন্ডারিতে তিনি ১৩১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান আসে দলপতি জ্যাসন হোল্ডারের ব্যাট থেকে। কিয়েরন পাওয়েল করেন ৩৮ রান।
পাকিস্তানের মোহাম্মদ আব্বাস চারটি, মোহাম্মদ আমির তিনটি, ইয়াসির শাহ দুটি আর অভিষিক্ত সাদাব খান একটি উইকেট দখল করেন।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি থেকেই আসে ১৫৫ রান। আহমেদ শেহজাদ ১৯১ বলে ৭৯ রান করে বিদায় নিলেও ১৯৩ বলে ৮১ রান করে অপরাজিত আছেন আজহার আলি। কোনো রান না করেই বিদায় নেন বাবর আজম আর ইউনিস খান। ৭ রানে দিন শেষে অপরাজিত থাকেন দলপতি মিসবাহ।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি