ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্যাব্রিয়েলের বোলিং দাপটে বিধ্বস্ত পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মে ৫, ২০১৭
গ্যাব্রিয়েলের বোলিং দাপটে বিধ্বস্ত পাকিস্তান গ্যাব্রিয়েলের বোলিং দাপটে বিধ্বস্ত পাকিস্তান-ছবি:সংগৃহীত

শ্যানন গ্যাব্রিয়েলের দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে ১০৬ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো ওয়েস্ট ইন্ডিজ। ডানহাতি ফাস্ট বোলার গ্যাব্রিয়েলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে সবকটি উইকেট হারায়।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ-৩১২ ও ২৬৮
পাকিস্তান-৩৯৩ ও ৮১ (৩৪.৪ ওভার)

বার্বাডোজের ব্রিজটাউনে ম্যাচের পঞ্চম দিন পাকিস্তানকে মাত্র ১৮৮ রানের টার্গেট দেয় ক্যারিবীয়রা। তবে এক গ্যাব্রিয়েল ম্যাজিকেই অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ হয়েও ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

১১ ওভারে চার মেডেন সহ সমান ১১ রানে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট তুলে নেন গ্যাব্রিয়েল। পুরো ম্যাচে নয় উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

ড্রেসিং রুমে ম্যাচ সেরা গ্যাব্রিয়েল-ছবি:সংগৃহীতপাকিস্তানের হয়ে বিদায়ি টেস্ট সিরিজ খেলতে নামা অধিনায়ক মিসবাহ-উল-হক ও ইউনিস খান দলের হয়ে ভূমিকা রাখতে পারেননি। প্রথম ইনিংসে এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া মিসবাহ রানের খাতা খোলার আগেই গ্যাব্রিয়েলের শিকার হন। ৪২ রানের পার্টনারশিপ গড়ে কিছুটা প্রতিরোধ করেন সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমির জুটি। তবে এর আগেই মূলত ৩৬ রানে সাত উইকেট পড়ে গেলে জয়ের আশা শেষ হয়ে ‍যায় পাকিস্তানের।

গ্যাব্রিয়েলকে এদিন যোগ্য সঙ্গ দেন অধিনায়ক জেসন হোল্ডার ও আলজারি জোসেফ। ২৩ রানে তিন উইকেট নেন হোল্ডার আর দুটি উইকেট পান জোসেফ।

এর আগে ৯ উইকেটে ২৬৪ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। চার রান যোগ করেই নিজেদের শেষ উইকেট হারায় দলটি। দেবেন্দ্র বিশুকে আজহারের ক্যাচে পরিণত করে ইনিংসে নিজের সপ্তম উইকেট নেন ইয়াসির। আগামী বুধবার শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।  

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, ০৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।