ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্রেটরাও চাইছে ভারত খেলুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মে ৫, ২০১৭
গ্রেটরাও চাইছে ভারত খেলুক ছবি: সংগৃহীত

ভারতের সাবেক তারকা ১২ ক্রিকেটারও চাইছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দেশটি খেলুক। সাবেক তারকাদের মধ্যে অন্যতম শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়। অথচ ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও দল ঘোষণা করেনি।

ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারতের জার্সি উন্মোচন করা হয়েছে। তাছাড়া, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দেখভালের দায়িত্বে সুপ্রিম কোর্ট নিয়োজিত ব্যবস্থাপনা কমিটিও দল ঘোষণা করে দেওয়ার নির্দেশনা দিয়েছে।

জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জন করলে ২০১৯ বিশ্বকাপতো বটেই, ২০২৩ সাল পর্যন্ত আইসিসির কোনো বড় আসরে হয়তো ভারত অংশ নিতে পারবে না। আইসিসির বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই এর বিদ্রোহের ঘোষণায় তোলপাড় শুরু হয় বিশ্ব ক্রিকেটে। আইসিসি বরাবর আইনি নোটিশ পাঠাতে তোড়জোড় শুরু করেছিল দুই বিদায়ী বিসিসিআই কর্মকর্তা এন শ্রীনিবাসন ও অনুরাগ ঠাকুর।

এমন পরিস্থিতিতে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও ভারত এখনও তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি। আশা করা হচ্ছে আগামী ০৭ মে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়ে দল ঘোষণা করবে।

আর সিদ্ধান্তটি যাতে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হয় সেজন্য অনুরোধ করেছেন শচীন-দ্রাবিড়রা। টেন্ডুলকার, দ্রাবিড়ের পাশাপাশি সঞ্জয় মাঞ্জরেকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, জহির খান, আকাশ চোপড়া, অজিত আগারকার, সাবা করিম, মুরালি কার্তিক, দ্বীপ দাশগুপ্ত, ভেঙ্কটেশ প্রসাদের মতো ১২ সাবেক ক্রিকেটার তাদের মতামত জানিয়েছেন। তাদের অনুরোধ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের উচিৎ এবার শিরোপা রক্ষার মিশনে নামা।

প্রতিটি সদস্যভুক্ত দেশের সাথেই আইসিসির মেম্বার্স পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট (এমপিএ) চুক্তি আছে যা চ্যাম্পিয়ন্স ট্রফি না খেললে ধরে নেয়া হয় এই চুক্তিটি ভঙ্গ করা হচ্ছে। যার ফলশ্রুতিতে ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপ, ২০১৭ ও ২০১৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৭ ও ২০২১ নারী বিশ্বকাপ, ২০১৮, ২০২০ ও ২০২২ সালে অনুষ্ঠেয় তিনটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২১ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বঞ্চিত হতে হবে ভারতকে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ০৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।