প্রাইজমানি বাড়ানোর এ ঘোষণা দিয়েছে আইসিসি। শুধু প্রাইজমানিই বাড়েনি, আগামী নারী বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারও করা হবে।
প্রথমবারের মতো ডিআরএসেরও ব্যবহার হবে মেয়েদের ক্রিকেটে।
প্রাইজমানি বাড়ানোকে ক্রিকেটে নারী-পুরুষের বৈষম্য দূর করার প্রথম পদক্ষেপ হিসেবেই দেখছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, ‘আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ হলো মেয়েদের ক্রিকেটের সর্বোচ্চ স্তর। এখানে যারা খেলবেন তাদের পুরস্কারও সেভাবে দেওয়া উচিত। দুই মিলিয়ন (২০ লাখ) ডলার হলো বৈষম্য দূর করার ও তাদের কাজের যথাযথ মূল্যায়নের প্রথম পদক্ষেপ। ’
আগামী ২৪ জুন ইংল্যান্ডে শুরু হবে আট দলের টুর্নামেন্ট। লিগ পদ্ধতির প্রথম রাউন্ড শেষে সেমিফাইনালে উঠবে শীর্ষ চার দল। ২৩ জুলাই ফাইনাল ক্রিকেট-তীর্থ লর্ডসে।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ০৬ মে, ২০১৭
এমএমএস