শনিবার (০৬) বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভশন ক্রিকেট লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে মাঠে নেমেছিল নাফিস ইকবালের খেলাঘর আর আবদুর রাজ্জাকের শেখ জামাল।
আগে ব্যাট করে খেলাঘর নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৬৬ রান।
খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম রবি আগের রাউন্ডেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ভিক্টোরিয়ার বিপক্ষে করেছিলেন ১০৭ রান। এবার খেললেন ১০৩ রানের ইনিংস। প্রথম ৫ রাউন্ডে তার ব্যাট থেকে এসেছে ৭৪, ১, ৩৪, ৬৩ আর ১৪ রানের স্কোর। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকাতে রবি তার ইনিংস সাজিয়েছেন ১২৬ বলে, ১০টি চার আর ২টি ছক্কায়।
আরেক ওপেনার সালাউদ্দিন পাপ্পু ৪৬ রান করলেও দলপতি নাফিস ইকবাল ছিলেন ব্যর্থ। মাত্র ৩ রান করেই সাজঘরে ফেরেন তিনি। ৫৮ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। আর তেমন কেউ স্কোর করতে না পারলে ২৬৬ রানেই থামতে হয় খেলাঘরকে।
এদিকে, বল হাতে এক ম্যাচ পরেই আরেকবার জ্বলে উঠতে দেখা যায় আবদুর রাজ্জাককে। শেখ জামালের দলপতি এক ম্যাচ আগে পারটেক্সের বিপক্ষে ২২ রান খরচায় তুলে নিয়েছিলেন ৫ উইকেট। আজও তুলে নিয়েছেন ৫ উইকেট। ১০ ওভার বল করে শেখ জামালের অধিনায়ক ৫২ রান খরচায় এই ৫ উইকেট তুলে নেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার নবম ৫ উইকেট শিকার। চলমান লিগে ৭ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই মুহূর্তে বোলারদের মধ্যে সবার ওপরেই আছেন জাতীয় দলে উপেক্ষিত এই স্পিনার। রাজ্জাকের দিনে ইলিয়াস সানি দুটি আর সোহাগ গাজী একটি উইকেট তুলে নেন। শাহাদাত হোসেন, জিয়াউর রহমান, তারবীর হায়দার আর রাজিন সালেহ কোনো উইকেট পাননি।
২৬৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেখ জামালের ওপেনার ফজলে মাহমুদ ১১ ও মাহবুবুল করিম ৩ রানে বিদায় নিলে বিপাকে পড়ে জামাল। আবদুল্লাহ আল মামুন ৩ রানে বিদায় নিলে আরও বিপদে পড়ে দলটি। দলীয় ২২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় জামাল। সেখান থেকে প্রশান্ত চোপরা ৪৪ রান করে দলকে টানতে থাকেন।
জিয়াউর রহমান খেলেন ৭৫ রানের ইনিংস। রানআউট হওয়ার আগে ৬২ বলে ৬টি বাউন্ডারি আর ৪টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। সোহাগ গাজী ব্যাট হাতে করেন ৮ রান। রাজিন সালেহ জামালকে জয়ের পথেই টানতে থাকেন। কিন্তু, ১১৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে তাকেও বিদায় নিতে হয়। রাজিন সালেহের ইনিংসে ছিল ৫টি চার। ১২ রান করেন তারবীর হায়দার। আর ১০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শেখ জামালের দলপতি রাজ্জাক।
খেলাঘরের বোলার তানভির ইসলাম ১০ ওভারে ৪১ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সেঞ্চুরিয়ান রবিউল ইসলাম রবি।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি