ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিয়ম রক্ষায় কোহলির বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মে ৭, ২০১৭
নিয়ম রক্ষায় কোহলির বেঙ্গালুরু ছবি: সংগৃহীত

আইপিএলের দশম আসরের ৪৬তম ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স আর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের রানার্সআপ বেঙ্গালুরুর জন্য এটি নিয়ম রক্ষার ম্যাচ।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। স্বাগতিক দল হিসেবে কলকাতাকে আতিথ্য জানাবে বিরাট কোহলির বেঙ্গালুরু।

১২ ম্যাচ খেলে ফেললেও মাত্র দুটিতে জয় পেয়েছিল কোহলি, ভিলিয়ার্স, ক্রিস গেইলদের নিয়ে সাজানো বেঙ্গালুরু। ৯টি ম্যাচে হারার পাশাপাশি একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় কোহলির দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। বেঙ্গালুরু মাত্র ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে।

এদিকে, পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে কলকাতা। ১১ ম্যাচ খেলা গৌতম গম্ভীরের দলটি ৭টি ম্যাচেই জয় তুলে নিয়েছে। আর হেরেছে চারটি ম্যাচে। শাহরুখ খানের দলটির অর্জন ১৪ পয়েন্ট। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতার এবারের দৃষ্টিতে তৃতীয় শিরোপা।

১১ ম্যাচে ৯টি জয় আর দুটি পরাজয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক ম্যাচ বেশি খেলা পুনে সুপারজায়ান্ট ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ ১২ ম্যাচে ৬ জয়, ৫ হার আর একটি পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে অর্জন করেছে ১৩ পয়েন্ট, অবস্থান চার নম্বরে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ০৭ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।