আইপিএলের পরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির সঙ্গে মনোমালিন্যে চ্যাম্পিয়নস ট্রফি ভারত বয়কট করবে এমন ধারণা থাকলেও আগামীকাল শেষ পর্যন্ত দল ঘোষণা করবে বিসিসিআই।
জাতীয় দলের বাইরে থাকা এ তারকা হয়তো ক্ষোভের সুরেই বলেছেন, ‘এ ব্যাপারে আমি পুরোপুরি একমত (টি-টোয়েন্টি দিয়ে ওডিআইতে সুযোগ পাওয়া উচিৎ না)। টি-২০’র মানদণ্ড সব সময় টি-২০ দিয়েই মাপা উচিৎ। টি-২০’র পারফরম্যান্স দিয়ে ওয়ানডে দল বাছাই, এরপর আবার ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা এটি কখনোই প্রাসঙ্গিকতা পায় না। ’
ইতোমধ্যে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলতে নেমেছে কলকাতা। এ ম্যাচের আগে চলতি মৌসুমে এখন পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি সহ ১১ ম্যাচে ৫১.৩৭ গড়ে ৪১১ রান করেছেন গম্ভীর। যা এই টুর্নামেন্টে বর্তমানে দ্বিতীয় সেরা। আর ভারতীয়দের হিসেবে শীর্ষে।
গম্ভীরের বর্তমান স্ট্রাইক রেট ১৩৪.৭৫। ২০১২ সালের পর এটিই এখন সেরা। সেবার তার ১৪৩.৫৫ গড়ে কলকাতা প্রথমবার চ্যাম্পিয়নস হয়েছিল। তবে এমন পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ঢুকতে চান না তিনি, ‘আমি বলতে পারি, দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তবে সত্যি বলতে আমি এমনটি চিন্তা করছি না। আমি এমনই একজন যে বর্তমানে বিশ্বাসী। আসলে সুযোগ পাওয়ার জন্য আমি খেলি না, ম্যাচ জয়ের জন্যই আমি ক্রিকেট খেলি। ’
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ০৭ মে, ২০১৭
এমএমএস