রোববার (২১ মে) বিকেএসপির তিন নাম্বার মাঠে, প্রথম রাউন্ডের একেবারে শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন শুভ।
১৫২ বলে ৭টি চার ও সমান ছক্কায় ১৪৪ রানে অপরাজিত ছিলেন এই মোহামেডান ওপেনার।
শুভর দিনে সেঞ্চুরি করেছেন সাদা-কালোদের টপঅর্ডার ব্যাটসম্যান রনি তালুকদারও। ৯৯টি বল খেলে ১০ চার ও ৩ ছক্কায় ১১১.১১ স্ট্রাইকরেটে রনি খেলেছেন ১১০ রানের ঝলমলে এক ইনিংস। এবারর লিগে এতদিন শতকের দেখা না পাওয়া রনির এটিই প্রথম শতক।
আর এই দুই ব্যাটসম্যানের ক্ষুরধার ব্যাটিংয়ে ভর করেই এবারের লিগের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ (৫ উইকেটে ৩৩৯) পেয়েছে কোচ সোহেল ইসলামের শিষ্যরা।
এর আগে গত ৮ মে মোহামেডানের বিপক্ষে ৫ উইকেটে ৩৬৬ রান করে এবারের মৌসুমে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি নিজেদের করে রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ২১ মে ২০১৭
এইচএল/এমআরপি