ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচেও জয় চাইছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৭
শেষ ম্যাচেও জয় চাইছেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। জিতেনি আইরিশরাও। বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে টাইগারদের পয়েন্টে ভাগ বসায় স্বাগতিকরা। দুই দলই ২ পয়েন্ট করে অর্জন করে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে সিরিজের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বসে মাশরাফি বাহিনী। হতাশা বাড়ে টাইগারদের।

তবে, সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে নেমেই লাল-সবুজরা উড়িয়ে দেয় আইরিশদের। পূর্ণ চার পয়েন্ট তুলে নেয় টাইগাররা। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আবারো নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫১ রানে হেরে যায় বাংলাদেশ। আইরিশদের সঙ্গে দ্বিতীয়বারের সাক্ষাতে বাংলাদেশের জয়টা ৮ উইকেটের বড় ব্যবধানে।

সিরিজের শেষ ম্যাচেও জয় চাইছেন টাইগার দলপতি মাশরাফি। ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় জয় তুলে নিতে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর প্রত্যয় তার। ২৪ মে আবারো মুখোমুখি টাইগার-কিউইরা।

নিউজিল্যান্ডকে হারালেই র্যাংকিংয়ের ছয়ে উঠবে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার লক্ষ্যে নিজেদের সুবিধাজনক অবস্থানে রাখতে জয় ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা। বিদেশের মাটিতে এখনও কিউইদের হারাতে পারেননি টাইগাররা। সেই আক্ষেপ তো আছেই। সঙ্গে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাসে বলিয়ান হওয়ার সুযোগও।

মাশরাফির কথাতেও একই সুর, ‘আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার প্রতীক্ষায় আছি। গত ম্যাচেই (নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ) অবশ্য সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা শুরুর দিকে উইকেট ফেলতে পারিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে বোলাররা ঠিক সেই কাজটাই সাফল্যের সঙ্গে করেছে। জয়ের জন্যই আমরা শেষ ম্যাচে মাঠে নামবো। ’

চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে এবং র‌্যাংকিং বিবেচনায় নিউজিল্যান্ড ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে থাকছে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে ম্যাচ জেতার হাতছানি। জিতলেই শ্রীলঙ্কাকে হটিয়ে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে শোভা পাবে বাংলাদেশের নাম। যোগ হবে তিন রেটিং পয়েন্ট। লঙ্কানদের সমান ৯৩ রেটিং পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে এগিয়ে থাকবে টাইগাররা। ম্যাচ হারলে কমবে ১ রেটিং পয়েন্ট। তবে অবস্থান থাকবে অপরিবর্তিত।

মাশরাফি আরও যোগ করেন, ‘বোলারদের কাছ থেকে সব সময় ভালো কিছু চাই। তামিম-সৌম্যরা ভালো করছে। আয়ারল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছি, সামনে এভাবে খেলতে পারলে শেষ ম্যাচটিতেও আমাদের জয়ের সুযোগ রয়েছে। ’

আগামী ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। সেই লক্ষ্যেই হাঁটছে টিম বাংলাদেশ। অবশ্য মাশরাফির চোখ এখন শুধুই নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটির দিকে। আগামী বুধবার সেই ম্যাচে যেকোনো মূল্যে জয় চান টাইগার অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।