এই ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরণে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আইসিসির একজন মুখপাত্র জানান, ‘ম্যানচেস্টারের ঘটনার পর সংস্থার পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। খুব শিগগিরই সকলকে নিয়ে বৈঠকে বসা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলা প্রতিটি দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। ’
ইংল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের মার্চে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন। এর আগে ২০০৫ সালের ৭ জুলাই ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন প্রাণ হারান।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৩ মে ২০১৭
এমআরপি