ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাদশে ফিরলেন নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
একাদশে ফিরলেন নাসির নাসির হোসেন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সবশেষ গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন। এরপর আবারো জাতীয় দলের বাইরে চলে যান। অবশেষে সাত মাসের বিরতিতে বাংলাদেশের জার্সিতে মাঠে নামছেন নাসির হোসেন। আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন পরীক্ষিত এ অলরাউন্ডার।

আগের ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাঞ্জামুল ইসলামের জায়গায় নাসিরকে একাদেশ বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আস্থার প্রতিদান দিতে নিশ্চয়ই মুখিয়ে আছেন ৫৮টি ওয়ানডে খেলা নাসির।

এ ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। জিতলেই র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থান নিশ্চিত হবে। থাকছে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে ম্যাচ জেতার চ্যালেঞ্জ। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে সেরা প্রস্তুতিতে চোখ রাখছে টাইগাররা।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ৩২.৩৫ গড়ে ১২৬২ রান করেছেন ২৫ বছর বয়সী নাসির। ছয়টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ১টি সেঞ্চুরি। বল হাতে উইকেট নিয়েছেন ২১টি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ২৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।