এখন পর্যন্ত আট দলের অংশ নেওয়ার খবর জানা গেছে। ঢাকা, চট্টগ্রামের সঙ্গে বিপিএলে যোগ হচ্ছে নতুন ভেন্যু সিলেট।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান যখন এমন তথ্য দিলেন সবার শেষে, ‘এবার চার, এমনকি পাঁচজন বিদেশি খেলোয়াড় থাকতে পারেন একাদশে। এটা অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলে পরে চূড়ান্ত করা হবে। ’
বিগ ব্যাশ বা আইপিএল স্থানীয় ক্রিকেটারদের গুরুত্ব বাড়াতে বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ সীমা বেঁধে দেয়। চারজনের বেশি বিদেশি যেমন থাকতে পারে না আইপিএলের কোনো ম্যাচের একাদশে। বিপিএলে আবার নিয়মটা উল্টো। এখানে কমপক্ষে চারজন বিদেশি খেলোয়াড় রাখতে হয়। কারণ ম্যাচের আকর্ষণ বাড়ানো।
এবার সংখ্যাটি বাড়ছে। কেন বাড়ছে, তার উত্তর দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার, ‘চার-পাঁচটা ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে। যদি একটা ফ্র্যাঞ্চাইজি দল এবার বাড়ে, ওই পরিমাণ স্থানীয় প্রতিভা আমাদের নেই, যারা এত বড় টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে প্রস্তুত। ভারতে যে পরিমাণ প্রতিভা আছে, বাংলাদেশে এখনো সেটা খুঁজে পাইনি। আমরা যদি আটটা দল করি, তাহলে আরও সাত-আটজন স্থানীয় খেলোয়াড়ের সরবরাহ থাকতে হবে। ’
বিপিএল গভর্নিং কাউন্সিলের কথা, পাঁচজন বিদেশি খেলোয়াড়কে একাদশে রাখার ইতিবাচক-নেতিবাচক দুটি দিকই আছে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সামনে আলাপ করে এটা চূড়ান্ত করা হবে। তবে আপাতত চারজন বিদেশি খেলোয়াড় রাখার নিয়মটা থাকছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
এমএমএস