ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাহির-আমলায় জয়ে শুরু প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ৩, ২০১৭
তাহির-আমলায় জয়ে শুরু প্রোটিয়াদের ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফি মিশন। হাশিম আমলার সেঞ্চুরিতে প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া তিনশ’ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইমরান তাহিরের স্পিন ঘূর্ণিতে ৮.৩ ওভার বাকি থাকতে ২০৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ৯৬ রানের উড়ন্ত জয় পেল এবি ডি ভিলিয়ার্সের দল। রোববার (৪ জুন) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

সেঞ্চুরিয়ান আমলাকে ছাপিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন চার উইকেট শিকারি তাহির।

লন্ডনের ক্যানিংটন ওভালে জয়ের লক্ষ্যে ওপেনিং জুটিতে ৬৯ রান তুলে ভালো শুরু এনে দেন নিরোশান ডিকওয়েলা ও অধিনায়ক উপুল থারাঙ্গা। ডিকওয়েলাকে (৪১) ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন মরনে মরকেল। প্রতিভাবান কুশল মেন্ডিসকে (১১) সাজঘরে পাঠান ক্রিস মরিস। রানআউটের ফাঁদে পড়েন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল (১২)। তিন উইকেটে স্কোর দাঁড়ায় ১১৬।

...একই ওভারে (১৮তম) চামারা কাপুগেদারাকে (০) এলবিডব্লু করে উইকেটের খাতায় নাম লেখান লেগস্পিনার ইমরান তাহির। থারাঙ্গাকে (৫৭) ডেভিড মিলারের ক্যাচ বানিয়ে আবারো সতীর্থ উদযাপনের মধ্যমণি তাহির। আবারো তাহির ঘূর্ণি। এবার তার তৃতীয় শিকার আসিলা গুনারত্নে (৪)। ষষ্ঠ উইকেট হারায় লঙ্কানরা।

নুয়ান প্রদীপের উইকেট (৫) দিয়ে লঙ্কান ইনিংসে সমাপ্তি টানেন তাহির। ৪৪ রানে অপরাজিত থেকে দলের অসহায় আত্মসমর্পণের সাক্ষী কুশল পেরেরা। তাহির এক‍াই ৪টি উইকেট দখল করেন। মরিস দু’টি আর একটি করে নেন কাগিসো রাবাদা ও মরকেল।

এর আগে টস জিতে দ. আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান লঙ্ক‍ান দলপতি থারাঙ্গা। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাট করেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক (৪২ বলে ২৩)। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ক্যারিয়ারের ২৫তম ওয়ানডে সেঞ্চুরি উদযাপন করেন আমলা।

......শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি রানআউটের শিকার আমলা (১০৩)। তার আগে ফাফ ডু প্লেসিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১৪৫ রানের পার্টনারশিপ। ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৭৫। শেষদিকে অপরাজিত থেকে ২০ বলে ৩৮ রানের কার্যকরী ইনিংস উপহার দেন জেপি ডুমিনি। এছাড়া ডেভিড মিলার ১৮ ও ক্রিস মরিস ২০ রানে (রানআউট) আউট হন। নির্ধারিত ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৯৯।

নুয়ান প্রদীপ দু’টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন সুরাঙ্গা লাকমল ও সেকুজে প্রসন্ন। উইকেটশূন্য থাকেন লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ৩ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।