ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তর সইছে না পাকিস্তান কোচ মিকি আর্থারের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ৩, ২০১৭
তর সইছে না পাকিস্তান কোচ মিকি আর্থারের পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার/ছবি: সংগৃহীত

লন্ডন থেকে: রাত পোহালেই বার্মিংহামের এজবাস্টনে গড়াবে বিশ্বক্রিকেটের দুই চিরবৈরী দল ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বৈরথ। আর এই ম্যাচটির জন্য যেন তর সইছে না পাকিস্তান কোচ মিকি আর্থারের, ‘কাল পর্যন্ত আমার দেরি সইছে না। ম্যাচটির জন্য আমি এবং আমার দল দারুণ মুখিয়ে আছি।’

শনিবার (৩ জুন) বার্মিংহামের মিডিয়া সেন্টারে তিনি গণমাধ্যম তার এমন আগ্রহের কথা জানান।

এদিকে, ভারতের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামার আগে কোচ আর্থার জয়ের ব্যাপারে শোনালেন দারুণ আশার কথা, ‘চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে আমরা এখানে গত ১২ দিন যাবত অবস্থান করছি।

এখানকার কন্ডিশন আমরা যতটুকু সম্ভব বুঝেছি। তাছাড়া ইংল্যান্ডে আসার আগে আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফরটিও বেশ ফলপ্রসূ ছিল। ছেলেরা ভালো করেই জানে কার কি কাজ। ম্যাচটি জিততে আমরা প্রস্তুত। ’

ভারতের বিপক্ষে আগুন এই ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নামছেন তরুণ সাদাব খান। তাই কোচ আর্থারের কাছে জানতে চাওয়া হয়েছিল ম্যাচটির জন্য তাকে প্রস্তুত করা হয়েছে? আর্থার জানালেন, ‘আপনি যত ভালো খেলবেন ততই পরিণত হিসেবে আপনাকে গণ্য করা হবে। তাছাড়া সে দারুণ একজন ক্রিকেটার। খেলেও ভালো। জানে কিভাবে সুযোগের সেরা ব্যবহারটি মাঠে করে দেখাতে হয়। ’

সাদাব প্রসঙ্গে আর্থার আরও যোগ করেন, ‘সে যথেষ্টই দক্ষ একজন ক্রিকেটার। ওর যোগ্যতা নিয়ে আমার কোনো সংশয় নেই। তার মতো একজন ম্যাচ উইনার পেয়ে আমি সত্যিই খুশি। ’

রোববার (৪ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বার্মিংহামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান।

স্থানীয় সময়: ১৯৪৭ ঘণ্টা, ৩ জুন, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।