এদিন প্রথম ইনিংসে নির্ধারিত সময় শেষেও চার ওভার বাকি ছিল শ্রীলঙ্কার। এ কারণে ম্যাচ শেষে থারাঙ্গার ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রয়োগ করেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন।
এদিকে আইসিসির এই সিদ্ধান্ত সরাসরি মেনে নিয়েছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের পরিবর্তে নেতৃত্বে থাকা থারাঙ্গা। ফলে তাকে শুনানিতে যেতে হয়নি।
স্লো ওভার রেটের বোলিংয়ে জন্য থারাঙ্গার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ম্যাচের মাঠের আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার, থার্ড আম্পায়ার পল রেইফেল এবং চতুর্থ অফিশিয়াল ব্রুস অক্সেনফোর্ড। এদের সবাই আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ০৪ জুন, ২০১৭
এমএমএস