ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জুন ৪, ২০১৭
বাংলাদেশের বিপক্ষে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যায় টাইগাররা। আর বৃষ্টি বাধায় নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে দু’দলের জন্যই মুখোমুখি লড়াইটি বেশ গুরুত্বপূর্ণ। অজি অধিনায়ক স্টিভেন স্মিথ এ ম্যাচে কোনো ভুল করতে চান না।

ওভালে আগামীকাল (৫ জুন, সোমবার) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে।

এ ম্যাচ সম্পর্কে স্মিথ বলেন, ‘আমাদের জন্য এখন প্রতিটা ম্যাচই ফাইনাল। আমরা সেভাবেই খেলতে চাই। এই টুর্নামেন্ট অনেক ছোট, তাই বেশি ভুল করা যাবে না। দ্রুত আপনাকে ঘুরে দাঁড়াতে হবে এবং সাধ্যের মধ্যে যা যা নিয়ন্ত্রন করা সম্ভব, তা করতে হবে। ’ 

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এখন রান রেট অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে স্মিথ যেন জয় ছাড়া অন্য কিছু ভাবতেই চাইছেন না, ‘আমার জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের অবশ্যই এই ম্যাচ থেকে শুরু করে পরের সব ম্যাচ জিততে হবে। ’

এদিকে আরেক অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল বাংলাদেশের বোলিংয়ের সুবিধে নিতে চান। ইংলিশদের বিপক্ষে বোলিংয়ে ব্যাপক দুর্বলতা ছিল টাইগারদের। আর এমন বোলিং পেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কথা জানান এ অলরাউন্ডার।

ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনো ভালোভাবেই আছে। পরের দুই ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে টাইগারদের জন্য তা সহজ হবে না, কেননা পরের দুই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৪ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।