শেখ জামালকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। রিজার্ভ ডে তে প্রাইম দোলেশ্বরের কাছে গাজী হেরে গেলেও মুখোমুখি লড়াইয়ে আবাহনীকে হারিয়ে দেয়ার কারণে চ্যাম্পিয়ন হয় গাজী গ্রুপ।
বিকেএসপিতে বৃষ্টির কারণে গাজী আর দোলেশ্বরের ম্যাচ অর্ধেক হওয়ার পর থেমে গেছে। আবাহনীর ম্যাচটিই শুধু ফল দেখেছে।
শেখ জামালকে হারানোর পর ১৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৪। সমান পয়েন্ট নিয়ে আছে গাজী। রিজার্ভ ডে তে ম্যাচ জিতলেই ১৬ ম্যাচে গাজীর পয়েন্ট বেড়ে যাবে। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তাদের পরেই দোলেশ্বর। শেষ ম্যাচে দোলেশ্বর গাজীকে হারালে তিন দলের পয়েন্ট হবে ২৪, সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা নিশ্চিত করেছে গাজী।
শেখ জামালের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আবাহনীর আফিফ হোসেন। জামাল ব্যাটিংয়ে নেমে ৩০.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬২ রান। আবাহনীর সামনে টার্গেট দাঁড়ায় ১২৪। ১৭.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আবাহনী।
এদিকে, বৃষ্টির বাধায় থেমে যাওয়ার আগে ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে গাজী তুলেছে ১৪২ রান। অপর ম্যাচে ৪৩.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে মোহামেডান ১৮৭ রান তুলেছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। রিজার্ভ ডে তে দুটি ম্যাচই যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০৫ জুন ২০১৭
এমআরপি