তবে আর শেষ রক্ষা হল না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের বাংলাদেশের ইনিংস শেষ হওয়া মাত্রই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
তবে এখন বৃষ্টি গুঁড়ি গুঁড়ি হলেও অল্প সময়ের মধ্যেই প্রবল বর্ষণে পন্ড করে দেবে টাইগার ও ক্যাঙ্গারুদের মধ্যকার চলমান এই ম্যাচটি।
এখানে ‘পন্ড’ শব্দটি উল্লেখ করার করার কারণ হলো স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস মতে লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ছ’টা থেকে পরদিন সকাল পর্যন্ত টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেটা হলেতো ম্যাচ শেষ।
আর যদি বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে অবশ্য মাঠে খেলা গড়াবে। কেননা ওভালের যে ড্রেনেজ ব্যবস্থা তাতে বৃষ্টি থামার ১৫ মিনিটের মধ্যেই আবার ম্যাচের জন্য মাঠ প্রস্তুত হয়ে যায়।
আর যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে দু’দলকে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ৫ জুন ২০১৭
এইচএল/এমএমএস