আর দ্বিতীয় দফায় হানা দিলো ১৬ ওভার শেষে। কিন্তু সমস্যা হল এখন বৃষ্টির মাত্রা দিনের প্রথম দফার তুলনায় অনেক ভারী।
এদিকে বৃষ্টির কারণে ওভালের আউট ফিল্ড ঢেকে দেয়া হয়েছে। তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এই বৃষ্টি থামার নয়। আর এই বৃষ্টি সত্যিই না থামে এবং এই অবস্থায় ম্যাচ পরিত্যাক্ত হয় তাহলে দুই দলের মধ্যকার পয়েন্ট সমান ভাগাভাগি হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ১টি পয়েন্ট পাবে আর অস্ট্রেলিয়া পাবে ১টি।
আর তাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আশা টিকে থাকবে।
আর যদি ম্যাচ ২০ ওভার পর্যন্তও গড়ায় তাহলে কিন্তু বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ারই জিতে যাবে। সেইক্ষেত্রে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির আশাও শেষ হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২৪৩০ ঘণ্টা, ৬ জুন ২০১৭
এইচএল/এমএমএস