ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্যামুয়েলসের অপরাজিত ৮৯, হোয়াইটওয়াশ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, জুন ৬, ২০১৭
স্যামুয়েলসের অপরাজিত ৮৯, হোয়াইটওয়াশ আফগানিস্তান ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যর্থ আফগানিস্তান। সেন্ট কিটসে অনুষ্ঠিত শেষ ম্যাচটিতে মারলন স্যামুয়েলসের ৮৯ রানের অপরাজিত ইনিংসে ৪ বল ও সাত উইকেট হাতে রেখে ১৪৭ রানের লক্ষ্য টপকে যায় ক্যারিবীয়রা।

ওয়ানডাউনে নেমে ৬৬ বলের ঝড়ো ইনিংসে ৩-০ তে সিরিজ নিশ্চিত করেন ম্যাচ সেরা স্যামুয়েলস। তাতে ছিল ৯টি চার ও ৩টি ছক্কার মার।

শেষদিকে ১৬ বলে ২৩ রানে অপরাজিত থেকে কার্যকরী ভূমিকা রাখেন জেসন মোহাম্মদ। উইকেট তিনটি নেন শাপুর জারদান, মোহাম্মদ নবী ও রশিদ খান।

এর আগে টস জিতে ব্যাটিং নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৪৬ রান তোলে আফগানরা। ওপেনার নুর আলী জাদরান ৩৫ (১৯ বল), মোহাম্মদ নবী ৩৮ (৩০ বল) ও শফিকুল্লাহর ব্যাট থেকে আসে ১৫ বলে ২৫।

সর্বোচ্চ তিনটি উইকেট নেন কেসরিক উইলিয়ামস। জেরম টেইলর, স্যামুয়েল বদ্রি ও রোভম্যান পাওয়েল নেন একটি করে। উইকেটশূন্য থাকেন সুনীল নারাইন।

টি-টোয়েন্টির পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। সেন্ট লুসিয়ায় শুক্রবার (৯ জুন) প্রথম ওয়ানডে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। ১১ ও ১৪ জুন একই ভেন্যুতে একই সময়ে বাকি দুই ম্যাচ।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।