১৬ ম্যাচ খেলে আবু হায়দারের নামের পাশে সর্বোচ্চ ৩৫ উইকেট। এই পেসার ১৫ ইনিংসে বল করেছেন ১২৮.৫ ওভার।
৩৪ উইকেট নিয়ে দুইয়ে প্রাইম দোলেশ্বরের স্পিনার আরাফাত সানি। ২৯ উইকেট নিয়ে তিনে রয়েছেন প্রাইম ব্যাংকের আল আমিন আর সমান উইকেট নিয়ে চারে মোহামেডানের স্পিনার তাইজুল ইসলাম। আবাহনীর মানান শর্মার নামের পাশে ২৭ উইকেট, অবস্থান পাঁচে।
এদিকে, ইনিংসে ৫ উইকেট নেওয়ার তালিকায় এগিয়ে শেখ জামালের অধিনায়ক আবদুর রাজ্জাক। ইনজুরিতে পড়ার আগে খেলেছেন মাত্র ৭টি ম্যাচ। যেখানে ২১ উইকেট নেওয়ার পাশাপাশি ইনিংসে ৫ উইকেট করে নিয়েছেন দুইবার। তবে, প্রাইম দোলেশ্বরের স্পিনার আরাফাত সানিও দুইবার ইনিংসে ৫ উইকেট করে নিয়েছেন।
ইনিংস সেরা বল করেছেন খেলাঘরের তানভীর ইসলাম। ফতুল্লায় গত ২৯ মে পারটেক্সের বিপক্ষে ৯.১ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় তিন মেডেনসহ ৬টি উইকেট তুলে নিয়েছিলেন। ৮.২ ওভার বল করে প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন ২১ রান খরচায় তুলে নিয়েছিলেন ৬টি উইকেট।
ইনিংসে ৬ উইকেট করে পেয়েছিলেন তাইজুল ইসলাম, আবু হায়দার রনি।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ০৬ জুন ২০১৭
এমআরপি