ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সুপার ড্যাডস’ ক্যাম্পেইনে শচীন-বেকহাম-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ৬, ২০১৭
‘সুপার ড্যাডস’ ক্যাম্পেইনে শচীন-বেকহাম-জোকোভিচ ছবি: সংগৃহীত

শিশুদের দেখভালে বাবার গুরুত্বপূর্ণ অবদান নিয়ে বিশেষ প্রচারণার আয়োজনে নেমেছে ইউনিসেফ। যার নাম দেয়া হয়েছে ‘সুপার ড্যাডস’ ক্যাম্পেইন। এতে অংশ নিয়েছেন বিশ্বের নামিদামি তারকারা। ক্রীড়া জগতের সেলিব্রিটিরাও এর বাইরে নন।

সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহাম, টেনিস আইকন নোভাক জোকোভিচের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার। আছেন ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসিং সেনসেশন লুইস হ্যামিল্টন।

বাবা দিবস (১৮ জুন) সামনে রেখে ইউনিসেফের ‘সুপার ড্যাডস’ উদ্যোগে পিতৃত্ব উদযাপন এবং ছোট শিশুদের মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্য ভালোবাসা, খেলাধুলা, নিরাপত্তা ও ভালো পুষ্টির গুরুত্বকে তুলে ধরা হবে।

শিশুদের শুরুর দিকের উন্নয়নে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকাকে জোর দেয়া হয়েছে। এ প্রচরাণায় ওয়ার্ল্ডের বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা শামিল হয়েছেন। টেন্ডুলকার, বেকহাম, জোকোভিচ, হ্যামিল্টনের সঙ্গে আছেন একাডেমি অ্যাওয়ার্ড জয়ী আমেরিকান অভিনেতা মাহেরশালা আলী ও জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান।

এক বিবৃতিতে ইউনিসেফের শুভেচ্ছাদূত টেন্ডুলকার বলেন, ‘যখন আমি ছোট শিশু ছিলাম, আমার বাবা আমাকে আজকের অবস্থানে গড়ে তুলতে সঠিক পরিমাণে ভালোবাসা, স্বাধীনতা ও সাপোর্ট দিয়েছেন। প্রত্যেকটি শিশুর নিরাপত্তা, ভালোবাসা, ভালো খাবার প্রয়োজন এবং বেড়ে উঠতে ও উন্নতির জন্য সাপোর্ট দিতে হবে। এটি প্রদান করাটা বাবা-মা দু’জনের ওপরই নির্ভর করে। ’

প্রসঙ্গত, ইউনিসেফের ‘#আর্লিমোমেন্টসম্যাটার’ ক্যাম্পেইনের অংশ হেসেবে ‘সুপার ড্যাডস’ উদ্যোগ নেওয়া। যার লক্ষ্য কীভাবে শিশুদের পরিবেশ ও শৈশবকালের অভিজ্ঞতা উজ্জ্বল ভবিষ্যৎ, কল্যাণ, শেখার ক্ষমতা গড়ে তুলতে পারে এবং প্রাপ্তবয়স্ক হলে তারা কী পরিমাণ উপার্জন করতে পারবে সে সম্পর্কে উপলব্ধি বা বোধশক্তি বৃদ্ধি করা।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।