এ প্রতিবেদন খেলা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে। ব্যাটিংয়ে অপরাজিত আছেন ডেভিড মিলার ও জেপি ডুমিনি।
এজবাস্টনে এদিন ব্যাটিংয়ে শুরুটা ধীর গতির করেন প্রোটিয়া দুই ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। তবে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি আসে তাদের ব্যাট থেকে। কিন্তু পাক স্পিনার ইমাদ ওয়াসিম ১৬ রানে থাকা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আমলাকে ফেরত পাঠালে প্রথম উইকেট হারায় দ.আফ্রিকা।
আমলা পথ ধরে প্যাভিলিওনে ফেরেন ডি ককও। মোহাম্মদ হাফিজের বলে এলবি হওয়ার আগে করেন ৩৩ রান। ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন ডাক মেরে বিদায় নেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাকে ফেরান ইমাদ। পরে ২৬ রান করে হাসান আলীর বলে বোল্ড হন ডু প্লেসিস।
এর আগে পাকিস্তান গ্রুপ পর্বে শুরুটা বাজে করে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের আশায় শঙ্কা জাগায়।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৭ জুন, ২০১৭
এমএমএস