কেননা টাইগাররা এই ভেন্যুতে সব শেষ খেলেছে ১২ বছর আগে। কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ নির্ভার হতে বোল্ট যেন একটু ভয়ই পাচ্ছেন, ‘মাঠের অভিজ্ঞতায় আমরা এগিয়ে আছি ঠিকই।
বৃহস্পতিবার (৮ জুন) কার্ডিফের মিডিয়া লাউঞ্জে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে কার্ডিফের সবুজ মাঠে নামার আগে টাইগারদের সমীহ করতেই হচ্ছে কিউদের। কেননা গত ১৯ মে ডাবলিনের মালাহাইডে দলটির বিপক্ষে ৮ উইকেটে হারের দগদগে ক্ষতটি এখনও শুকায়নি। তাই সংবাদ সম্মেলনে টিম বাংলাদেশের এগিয়ে থাকার ব্যাপারটি অকপটেই স্বীকার করলেন বোল্ট, ‘নিঃসন্দেহে বাংলাদেশ একটি কোয়ালিটি সাইড। যদিও ত্রিদেশীয় সিরিজে আমাদের দলে গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার ছিল না। কিন্তু তারপরেও এই ম্যাচে ওদের মোকাবেলা করাটা সহজ হবে না। ’
বোল্ট আরও যোগ করেন, ‘বাঁচা-মরার ম্যাচ তাই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা রানে আছে। আপনি দেখে থাকবেন টপ অর্ডারের তামিম কিন্তু বেশ ফর্মে আছেন। ’
শুক্রবার (৯ জুন) কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে বাংলাদেশ।
স্থানীয় সময়: ১৩১৪ ঘণ্টা, ৮ জুন ২০১৭
এইচএল/এমআরপি