ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম লঙ্কান হিসেবে ‘হল অব ফেমে’ মুরালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুন ৯, ২০১৭
প্রথম লঙ্কান হিসেবে ‘হল অব ফেমে’ মুরালি প্রথম লঙ্কান হিসেবে ‘হল অব ফেমে’ মুরালি-ছবি:সংগৃহীত

আইসিসির ‘হল অব ফেমে’ সম্মানীত করা হয়েছে শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে। আর প্রথম শ্রীলঙ্কান হিসেবে এই সম্মানটি পেলেন তিনি। এছাড়া আইসিসির সর্বোমোট ৮৩তম ক্রিকেটার মুরালি, যিনি এমন যোগ্যতা অর্জন করলেন।

গতকাল (০৮ জুন) ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ইনিংস বিরতিতে এই অ্যাওয়ার্ডে মুরালিকে ভূষিত করে আইসিসি। এ সময় মুরালির সঙ্গে আর্থার মরিস, জর্জ লোহম্যান ও কারেন রোল্টনকেও একই সম্মাননা দেওয়া হয়।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন তাদের হাতে সম্মান সূচক ক্যাপ তুলে দেন।

এদিকে এমন সম্মাননা পেয়ে আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি মুরালি। পাশাপাশি রিচার্ডসনও জানিয়েছেন, এই সম্মানের যোগ্য মুরালি।

প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে মুরালি ১৩৩ টেস্ট খেলে রেকর্ড ৮শ’টি উইকেট লাভ করেছেন। আর ৩৫০ ওডিআইতে নিয়েছেন ৫৩৪ উইকেট। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মুরালি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৯ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।