আমার চোখে অন্য কিছু চোখে পড়লো রিয়াদ-সাকিবের ব্যাটিংয়ে। এতো এতো বছরের ক্রিকেট দেখার অভিজ্ঞতায় কেন জানি মনে হলো ওদের ব্যাটে প্রচণ্ড আত্মবিশ্বাস ভর করেছে।
প্রশ্নাতীত পরীক্ষিত আর ক্ষমতাধর ব্যাটসম্যান রিয়াদকে নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য কম হয়নি গত কয়েকটা মাস। তাকে অপমাণিত হতে হয়েছে তাদের কাছ থেকেই যারা তার ক্রিকেট পৃষ্ঠপোষক। তাই জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন রিয়াদও।
এই ম্যাচে আমার দেখা রিয়াদ-সাকিবের সেই অল্প কয়েক ওভার ব্যাটিং থেকেই ছোট্ট একটা স্ট্যাটাস দিয়ে বসেছিলাম ‘সাকিব-রিয়াদ যদি তাদের জীবনের সেরা ইনিংসটা খেলে ফেলেন তবে কেমন হয়?#আশার শেষ নাই "। মন্তব্যটা করেই আমি উধাও ক্রিকেট থেকে, এমন কি ওয়েব থেকে, ইন্টারনেট থেকে।
খেলা শেষ হওয়ার ঘণ্টা খানেক পর যখন ফিরেছি তখন দেখি মহাকাণ্ডটা করে ফেলেছেন আমাদের ক্রিকেটের দুই মহারথী। হ্যাঁ, তারা তাদের জবাব দিয়েছেন, প্রিয় মাতৃভূমিকে এনে দিয়েছেন অবিস্মরণীয় এক জয়।
ঘটনাক্রম আর স্রোতের বিপরীতে গিয়ে অনেকেই নিশ্চয়ই ভেবেছিলেন আমার মতো। শুরুতেই ভরসা খুঁজে পেয়েছিলেন সাকিব-রিয়াদের ব্যাটে।
না, কাউকেই হতাশ করেননি এই দুই ব্যাটসম্যান। টপ অর্ডারের করুণ পরিণতি দেখে হতাশায় ডুবতে থাকা পুরো ক্রিকেট জাতিকেও প্রচণ্ডভাবে ভাসিয়ে দিয়েছেন আনন্দের সাগরে।
সেই আনন্দ এখন বহমান পৃথিবীর এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। কোথায় নেই বাংলাদেশি.... ক্রিকেটজীবী বাংলাদেশের মানুষ!
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এএ