আফ্রিদি-ম্যাকগ্রার পাশে নাম লিখিয়েছেন রশিদ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটি চতুর্থ সেরা বোলিং ফিগার (১৮/৭)।
সেন্ট লুসিয়ায় আফগানদের ২১২ রানের জবাবে ১৪৯ রানে (৪৪.৪ ওভার) গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ৬৩ রানের স্মরণীয় এক জয় পায় আফগান ক্রিকেট। লজ্জাজনক হারে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার লক্ষ্যে বড় এক ধাক্কাই খেল র্যাংকিংয়ে ৯-এ থাকা ও. ইন্ডিজ।
রশিদের বোলিং নৈপুণ্যে অসহায় আত্মসমর্পণই করে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৩৫ রান করেন শাই হোপ। পেসার আলজারি জোসেফের ব্যাট থেকে আসে ২৭। এছাড়া ওপেনার এভিন লুইস ২১ ও জোনাথন কার্টার করেন ১৯।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের মাঝারি পুঁজি দাড় করায় আফগানিস্তান। ৮১ রানের ইনিংস উপহার দেন ওপেনার জাভেদ আহমাদি। ৪১ রানে অপরাজিত থাকেন গুলবাদিন নায়েব।
রোববার (১১ জুন) একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। আফগানদের সিরিজ জেতার হাতছানির বিপরীতে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের। এর আগে টি-২০ সিরিজটি ৩-০ তে জিতেছিল স্বাগতিকরা। কিন্তু, ওয়ানডের শুরুতেই হোঁচট খেল জেসন হোল্ডারের দল।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম