ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের জয়ে মাগুরায় আনন্দ উল্লাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৭
বাংলাদেশের জয়ে মাগুরায় আনন্দ উল্লাস ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে পরাজিত করায় আনন্দের বন্যা বইছে মাগুরায়। কালকের এ জয়ে মাগুরার সন্তান সাকিব আল হাসানের বিশেষ অবদানের কারণে এ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।

সাধারণ মানুষের পাশাপাশি মাগুরায় সাকিবের প্রথম ক্রিকেট গুরু সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি বাংলানিউজকে বলেন,বাংলাদেশের অবিস্মরণীয় এ বিজয়ে ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে আনন্দ মিছিল করেছেন। পরে তারা শহরের কেশবমোড়ে সাকিব আল হাসানের বাড়িতে যান মিছিল নিয়ে।

বাড়িতে থাকা সাকিবের মা শিরিন রেজা ও বাবা মাসরুর রেজা তাদের অভিনন্দের পাশপাশি নিজ হাতে মিষ্ঠি মুখ করান।

এ সময় সাকিবের বাবা মাসরুর রেজা বাংলাদেশের বিজয়ে দেশবাসীকে অভিন্দন জানান। একই সাথে আগামীতে আরো ভালো খেলে বালদেশ দল বিশ্বের দরবারে নিজেদের অবস্থান দৃঢ় করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।