ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির ‘শঙ্কামুক্ত’ বাংলাদেশ-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
বৃষ্টির ‘শঙ্কামুক্ত’ বাংলাদেশ-ভারত ম্যাচ বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিপক্ষে সেমিফাইনালের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে টিম বাংলাদেশ/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে বৃষ্টির বাগড়া যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে! প্রতিটি ম্যাচ সামনে রেখে বৃষ্টির একটা শঙ্কা থেকেই যাচ্ছে। গ্রুপপর্বের ম্যাচ শেষ। অপেক্ষা সেমিফাইনালের। নকআউট পর্বের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে তখন কী হবে?

ইংল্যান্ডের আবহাওয়ার এখন যে অবস্থা তাতে এমন প্রশ্ন খুবই স্বাভাবিক। গ্রুপপর্বে না হয় পয়েন্ট ভাগাভাগি করা গেছে।

নকআউট পর্বে তো সেই সুযোগ নেই। সেক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষতি! শুধুমাত্র ফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।

যদি বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হয় তবে গ্রুপপর্বের অবস্থান দেখে জয়ী দল ঘোষণা করা হবে। গ্রুপ চ্যাম্পিয়ন টিম উঠে যাবে ফাইনালে। আর যদি ম্যাচ টাই হয় খেলা গড়াবে সুপার ওভারে। টি-২০ ক্রিকেটে এই নিয়মে ম্যাচ নিষ্পত্তি হলেও ওয়ানডেতে কখনোই তা দেখা যায়নি।

স্বস্তির খবর, আবহাওয়ার পূর্বাভাস বলছে দু’টি সেমিফাইনালের একটিও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার মতো অবস্থার সৃষ্টি হবে না। বৃষ্টির হওয়ার খুব একটা সম্ভাবনাও নেই। প্রসঙ্গত, গ্রুপপর্বের দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তিনটির ফলাফল আসে বৃষ্টি আইনে (ডাকওয়ার্থ লুইস পদ্ধতি)।

বুধবার (১৪ জুন) কার্ডিফে প্রথম সেমিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। পরদিন বার্মিংহামের এজবাস্টনে একই সময়ে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ। ফাইনাল ১৮ জুন ওভালে। উল্লেখ্য, এই মাঠে টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল টাইগাররা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১৪ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।