ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহ রিয়াদও সেরা একাদশে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, জুন ২০, ২০১৭
মাহমুদউল্লাহ রিয়াদও সেরা একাদশে মাহমুদউল্লাহ রিয়াদও সেরা একাদশে-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরটি ছিল রোমাঞ্চে ভরা। যেখানে অংশগ্রহণ করা শক্তিশালী আট দলের মধ্যে ছিল বাংলাদেশেরও নাম। আর এই টুর্নামেন্টে দলীয় পারফরম্যান্সের সঙ্গে টাইগার ক্রিকেটাররা ব্যক্তিগত দ্যূতি ছড়িয়েছেন। দলের এমনই এক তারকা ছিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।

আসরে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের জিততেই হতো নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সে ম্যাচেই সাকিব আল হাসানের সঙ্গে রেকর্ড জুটি গড়ে মাহমুদউল্লাহ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

অপরাজিত থাকেন ১০২ রানে। এছাড়া পুরো টুর্নামেন্টে চার ম্যাচে খেলে ৬৮’র বেশি গড় নিয়ে ১৩৭ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান।

মাহমুদউল্লাহ’র এই বিরোচিত ইনিংসের সুবাদে ভারতীয় টেলিভিশন স্টার স্পোর্টসের গড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে সুযোগ পেয়েছেন তিনি। তবে আসরে সর্বোচ্চ রানে থাকা শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে জায়গা করে দিতে সুযোগ পাননি বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। তিনি চার ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে ২৯৩ রান করেন।

তিন নম্বর পজিশনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ফেভারিট থাকলেও নিজের জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড দলনেতা কেন উইলিয়ামসন। তবে অধিনায়ক করা হয়েছে শিরোপা জয়ী পাকিস্তানের নেতৃত্বে থাকা সরফরাজ আহমেদকে।

স্টার স্পোর্টসের সেরা একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ইয়ন মরগান, বেন স্টোকস, মাহমুদউল্লাহ রিয়াদ, সরফরাজ আহমেদ, (অধিনায়ক/উইকেটরক্ষক), আদিল রশিদ, জুনায়েদ খান, হাসান আলি, জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ২০ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।