ইংল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঐ ম্যাচে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় পেতে সাহায্য করেন অজি ব্যাটসম্যান মেগ ল্যানিং।
এই সেঞ্চুরির মাধ্যমের আমলা-কোহলিদের পেছনে ফেললেন ২৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ১১টি সেঞ্চুরির মালিক এখন তিনি। ক্যারিয়ারের ৫৯তম ইনিংসে নিজের ১১তম সেঞ্চুরির দেখা পান এই অস্ট্রেলিয়ান।
১১টি সেঞ্চুরি হাঁকাতে সবচেয়ে কম ইনিংস খেলার রেকর্ড এতদিন ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলার দখলে। ৬৪ ইনিংস খেলে ১১টি শতকের দেখা পেয়েছিলেন তিনি। তার স্বদেশী কুইন্টন ডি কক একই কীর্তি গড়েছিলেন ৬৫ ইনিংসে। ভারতীয় ক্রিকেটার ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এই কীর্তি গড়েছিলেন ৮২ ইনিংসে।
প্রমীলা ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া মেগ ল্যানিংয়ের।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৭
এমএমএস