আগের ম্যাচে লঙ্কানদের লজ্জায় ডুবিয়ে ৩০০ প্লাস রান তাড়া করে ৬ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। সিরিজে ১-০তে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুইয়ানরা।
আগে ব্যাট করে ৩৩.৪ ওভারে ১৫৫ রান তুলে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে, ৩০.১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের ইনিংস সর্বোচ্চ রান আসে ওপেনার হ্যামিলটন মাসাকাদজার ব্যাট থেকে। ৪১ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন ম্যালকম ওয়ালার। ২২ রান করেন ক্রেইগ আরভিন। লঙ্কানদের হয়ে ২.৪ ওভারে ১৫ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন অভিষিক্ত হাসারাঙ্গা। ৩৪তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ওয়ালার, তিরিপানো আর চাতারাকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি। এছাড়া, সান্দাকান চারটি উইকেট দখল করেন।
১৫৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার দিকওয়েলা ৩৫ আর গুনাথিলাকা ৮ রান করে বিদায় নেন। দলীয় ১০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পলে কোনো রান না করেই ফেরেন কুশল মেন্ডিস। দলীয় ৭৭ রানে তিন উইকেট হারালেও পথ হারায়নি লঙ্কানরা। ব্যক্তিগত ৭৫ রানে অপরাজিত থাকেন উপুল থারাঙ্গা আর ২৮ রানে অপরাজিত থাকেন দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০২ জুলাই ২০১৭
এমআরপি