ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের প্রতিপক্ষ সাঙ্গা-মিসবাহ-ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
আফগানদের প্রতিপক্ষ সাঙ্গা-মিসবাহ-ম্যাককালাম ছবি: সংগৃহীত

আগামী ১১ জুলাই ক্রিকেটের ‘তীর্থ ভূমি’ হিসেবে পরিচিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৫০ ওভারের ম্যাচ খেলতে যাচ্ছে আফগানিস্তান। সদ্যই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানদের প্রতিপক্ষ মেরিলিবন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

লর্ডসে দ্বিতীয়বারের মতো এমসিসি ও আইসিসির সহযোগী দেশের মধ্যে কোনো ম্যাচ হতে যাচ্ছে। এর আগে লর্ডসে এমসিসির বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলেছিল নেপাল।

সে ম্যাচটি জিতেছিল নেপাল। ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছিল ৬ হাজার দর্শক।

এবার এমসিসির নেতৃত্বে থাকবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

এমসিসির হয়ে ম্যাচে আরও অংশ নেবেন পাকিস্তানের সাবেক দলপতি মিসবাহ-উল-হক, শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল।

আরও থাকছেন ইংল্যান্ডের সামিত পাটেল, ক্রিস রিড, আয়ারল্যান্ডের টিম মুরতাগ, জর্জ ডর্করেল, স্টুয়ার্ট মিকার ও ক্রিস রসয়র্থ। পাকিস্তানের সাবেক তারকা ইউনিস খানের এই দলে খেলার কথা থাকলেও পরে তিনি নাম প্রত্যাহার করেন নেন। তার জায়গায় কে খেলবেন এখনও তা জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।