ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ হতে আবেদন করেছেন সিমন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ভারতের কোচ হতে আবেদন করেছেন সিমন্স ছবি: সংগৃহীত / ফিল সিমন্স

টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য আবেদন করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ফিল সিমন্স। আগামী ১০ জুলাই ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির তিন সদস্য শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী-ভিভিএস লক্ষ্ণণরা জাতীয় দলের কোচ নিয়োগ দেবেন।

কোহলি-ধোনি-রোহিত-যুবরাজদের কোচ হতে চেয়ে আবেদনপত্র পাঠিয়েছেন সিমন্স। এছাড়া, দক্ষিণ আফ্রিকার সাবেক কোনো এক ক্রিকেটারও নিজের বায়োডেটা পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে।

৫৪ বছর বয়সী সিমন্স কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আর আয়ারাল্যান্ডের দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ঝামেলা হওয়ায় পরে তিনি দায়িত্ব ছেড়ে দেন।

ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার পদে আবেদন করেছেন দেশটির সাবেক ওপেনার বিরেন্দর শেওয়াগ। এছাড়া, এই পদে দায়িত্ব নিতে বায়োডাটা পাঠিয়েছেন টম মুডি।

আগামী ১১ জুলাই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে লোধা কমিটির সুপারিশ নিয়ে কোচের পদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। হয়তো সেদিনই কোহলিদের নতুন কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।